সাকিবের প্রশংসায় পঞ্চমুখ রাসেল!

সাকিব আল হাসানের সাথে একই ড্রেসিং রুম শেয়ার করেছে বহুবার। আইপিএলে কলকাতার হয়ে একই বেঞ্চে কাটিয়েছেন প্রায় এক যুগ। সিপিএলে জ্যামাইকা তালাওয়াসেও সতীর্থ হিসাবে খেলেন সাকিবের সঙ্গেই। তাই অন্য সকলের থেকে সাকিব কে চেনেন খুব কাছ থেকে। এর কারণেই সঙ্গী হিসেবে সাকিব আল হাসান কেমন সেটা আন্দ্রে রাসেলের চাইতে ভালো আর কে জানেন?

সতীর্থ সাকিব সম্পর্কে সাংবাদিকদের রাসেল বলেন: “সাকিব খুব ভালো একজন অধিনায়ক। আমি তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স ও জ্যামাইকা তালাওয়াহসে খেলেছি। সে খুব দাপুটে ক্রিকেট খেলে। অধিনায়ক হিসেবে ও কঠোর। মাঠে কখনও কখনও সে রেগেও যায়, তবে অধিনায়করা তো এমনই হয়।”

“আমরা কখনও ব্যাটিং বা বোলিংয়ে ভুল করি। একটা বাজে শট খেলি বা এমন কিছু করে ফেলি তখন অধিনায়ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। আমি জানি, অধিনায়ক হিসেবে দলকে এগিয়ে নিতে সে তার সেরাটা দেবে।”

মিরপুরে উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় সাকিব-রাসলের ঢাকা মাঠে নামবে। শিরোপা পুনরুদ্ধারের মিশনে ম্যাচ বাই ম্যাচ ধরে এগিয়ে যাওয়া সাকিবের ঢাকার লক্ষ।

আপনার মতামত দিন