ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার ধোনি!

২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতীয় জাতীয় দলে অভিষেক হয় মহেন্দ্র সিং ধোনির। এর পর থেকেই একের পর এক ইতিহাস রচনা করে গিয়েছেন তিনি। এক কোথায় বলতে গেলে ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অবদান অনস্বীকার্য। শুধু তাই নয় ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের মতে ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির মতো করে অন্য কেউই দেশকে সেবা দিতে পারেনি।

মহেন্দ্র সিং ধোনি একাধারে বর্তমান বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার এবং ব্যাটসম্যান হিসাবে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিনিশার। দল যতই বিপদেই থাকুক সময়মতো হাল ধরে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার অবিশ্বাস্য এক ক্ষমতা রয়েছে অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটসম্যানের। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বেই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়লাভ করে টিম ইন্ডিয়া।

১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গে বলেন, ‘কেউই জানে না যে সে কতদিন পর্যন্ত খেলতে চায় এবং তার শারীরিক ক্ষমতা কতদিন তাকে ক্রিকেট খেলে যেতে সমর্থন করবে। আমি ধোনির ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। তবে আমি মনে করি, ধোনির মতো করে আর কেউ ভারতীয় ক্রিকেটকে সেবা দিতে পারেনি। আমাদের উচিত তাকে শ্রদ্ধা করা। তার জন্য শুভকামনা জানানো। আশা করি, এই বিশ্বকাপটাও সে জিতবে।’

কপিল দেব কথা বলেছেন তরুণ তারকা ব্যাটসম্যান রিশাভ পান্টের পরিবর্তে অভিজ্ঞ দীনেশ কার্তিকের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে। তিনি বলেন, ‘নির্বাচকরা তাদের কাজটা করেছে। এবার দলটিকে সম্মান করুন। তারা পান্টকে না নিয়ে কার্তিককে নিয়েছে। হ্যা, তাদের চিন্তানুযায়ী এটা ঠিক আছে। আমাদের বিশ্বাস রাখতে হবে নির্বাচকরা সেরা দলটাই বেছে নিয়েছেন।’

আপনার মতামত দিন