আবদুর রাজ্জাকের অনন্য রেকর্ড

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেটের মালিক হলেন আবদুর রাজ্জাক। তিন ম্যাচ সিরিজ খেলার জন্যে শ্রীলংকাকে ১৯৫ উইকেট নিয়ে দলের সাথে দ্বিতীয় টেস্টের আগে যোগ দেন রাজ্জাক।

প্রথম ম্যাচ খেললেও ছিলেন উইকেট শূণ্য। দ্বিতীয় ম্যাচে তো বোলিং করার সুযোগই পেলেন না। শেষ ম্যাচে করলেন বাজিমাত। একে একে পাচটি উইকেট তুলে নিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে ২০০ উইকেটের মালিক হলেন রাজ্জাক।১০ ওভার বোলিং করে ৬২ রানের খরচে নেন ৫ উইকেট।

২০০৪ সালে কলম্বোতে রাজ্জাকের অভিষেক হয়েছিল হংকংয়ের বিপক্ষে।  এখন পর্যন্ত জাতীয় দলের রঙ্গিণ জার্সি জড়িয়েছেন ১৪১ টি ম্যাচে। গোটা ক্যারিয়ারে ৫ উইকেট নিয়েছেন ৪ চারবার।

২০০ উইকেটের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট নিয়েছেন ৫৫টি। সেরা বোলিং ফিগার ২৯ রানের খরচায় ৫ উইকেট জিম্বাবুয়ের বিপক্ষেই।

ওয়ানডেতে সর্বোচ্চ এই উইকেট শিকারীর ঠিক পিছনে রয়েছে পেসার মাশরাফি বিন মতুর্জা। তার সংগ্রহ ১৬১ উইকেট। ১৬০ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে সাকিব। এছাড়া শতর গন্ডি পেরানো প্রথম বাংলাদেশী বোলার মোহাম্মদ রফিক পেয়েছেন ১১৯ উইকেট ।

আপনার মতামত দিন