খসড়া তালিকাতে বিসিবি ইলেকশন

283px-Bangladesh_Cricket_Cap_Insignia.svgবাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের জন্যে খসড়া তালিকাকে চূড়ান্ত বলে ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার সন্ধ্যায় এনএসসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এই ঘোষণা দেন। এনএসসির যুগ্ম সচিব ও প্রধান নির্বাচন কমিশনর আব্দুর রহমান ১৭২ জনের কাউন্সিলরশীপকে চূড়ান্ত বলে ঘোষণা দেন।   কাউন্সিলরশীপের চূড়ান্ত তালিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘খসড়া তালিকাকেই চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। কোন কাট-ছাট করা হয়নি।’ তিনি আরও জানান, ‘যে সকল কাউন্সিলরশিপগুলো নিয়ে আপত্তি দেয়া হয়েছে সেগুলো পর্যালোচনা করা হয়েছে। এমন কোন আপত্তি পাইনি যাতে কাউন্সিলরশিপ বাতিল করার প্রয়োজন হয়।’ বিসিবির নির্বাচন আর কাউন্সিলরশিপ চূড়ান্ত করতে গিয়ে কোন চাপে ছিলেন কিনা জানতে চাইলে আবদুর রহমান বলেন, ‘আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমরা কোন চাপে নেই। আর বিসিসি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর এনএসসি।’ এর আগে দুপুরে এনএসসি ভবনে নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাত করেন সম্মিলিত পরিষদ প্যানেলের পাঁচ জকাউন্সিলর। তারা ন হলেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের লোকমান হোসেন ভূইয়া ও মাহবুব-উল-আনাম, ব্রাদার্স ইউনিয়নের ড. ইসমাইল হায়দার মল্লিক, আজাদ স্পোর্টিং ক্লাবের এনায়েত হোসেন সিরাজ, রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের জালাল ইউনুস। এনএসসি ভবনে নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাত করে তারা গতকালের ফোরাম ও সাবের হোসেন চৌধুরীর আনীত ১৪ আপত্তির বিপক্ষে কথা বলেন। স্বল্প সময়ের বৈঠক শেষে এনায়েত হোসেন সিরাজ জানান, ‘যেসকল বিষয়গুলোকে নিয়ে আপত্তি তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমারা পত্র-পত্রিকায় যেসকল বিষয়গুলো জানতে পেরেছি সেই সকল বিষয়গুলোকে তুলে ধরে প্রমাণ দেখিয়েছি। তাই আপত্তি করার কোন সুযোগ নেই।’ সাবের চৌধুরীর তফসিল বাতিলের প্রস্তাব সম্পর্কে এনায়েত সিরাজ বলেন, ‘তিনি নির্বাচন করবেন বলে তিনি একথা বলতেই পারেন। এটা তো নির্বাচন কমিশনারের দায়িত্ব আমাদের নয়। তবে এতোটুকু বলতে পারি, সাবের ভাই মিস গাইড হচ্ছেন। তিনি যাদের কথা শুনছেন তারা ভুল কথা বলছেন। তাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কোন  মহল।’

আপনার মতামত দিন