ভারতীয় দলে নানারকম কোন্দল চলছে!

ভারতীয় দলে নানারকম কোন্দল চলছে—এরকম খবর এসেছে অস্ট্রেলিয়ার একটি পত্রিকায়। পত্রিকাটির মতে, ভারতীয় শিবির এখন দু’ভাগে বিভক্ত। এক পক্ষ মনে করে, ভারতীয় দলের বর্তমান দুর্দশা কাটাতে হলে হার্ডহিটার বীরেন্দ্র শেবাগকেই অধিনায়কত্ব দিতে হবে। অপর অংশের বিশ্বাস, দল ভালোই চালাচ্ছেন বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এদিকে দলে সিনিয়র ক্রিকেটারদের এতই দাপট যে, জুনিয়র সতীর্থরা দলের সমস্যা নিয়ে টিম মিটিংয়ে কোনো উচ্চবাচ্য করার সুযোগই পায় না। কিন্তু অস্ট্রেলীয় পত্রিকার খবরকে স্রেফ উড়িয়ে দিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। দ্য এজ পত্রিকার সঙ্গে এক সাক্ষাত্কারে বললেন, ‘মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চিড় ধরার ফলে দলে ভাঙন আর অশান্তির সৃষ্টি হয়েছে, এসব নেহাত ভিত্তিহীন ও বানোয়াট খবর। তিনি এসব খবরকে ভারতীয় দলের মানসিকতায় ফাটল ধরানোর অপচেষ্টা বলেই অভিহিত করলেন। দ্য এজ পত্রিকাকে শেবাগ বলেন, ‘দল যখন হারতে থাকে, তখন এরকম অনেক উড়ো কথাই শোনা যায়। দলের আচরণবিধি অনুযায়ী খুব বেশি কিছু বলার সুযোগ নেই আমার। তবে এটুকুই বলব যে, দল হিসেবে আমাদের মধ্যে যথেষ্ট একতা রয়েছে আর আমরা সেভাবেই এগোচ্ছি। মিডিয়াতে দ্বন্দ্বের বিষয়ে যেসব ছাপা হয়েছে তা খবর নয়, স্রেফ রাবিশ।’

আপনার মতামত দিন