আগামীকাল বাংলাদেশ পুরুষ ও মহিলা হ্যান্ডবল দলের নেপাল যাত্রা

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (IHF)-এর ব্যবস্থাপনায় এবং নেপাল হ্যান্ডবল এসোসিয়েশনের আয়োজনে আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর, ২০১২ তারিখ পর্যন্ত IHF Trophy Tournament-2012 নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহনের উদ্দেশ্যে আগামীকাল ১২ ডিসেম্বর, ২০১২ তারিখ সকালে বাংলাদেশ পুরুষ ও মহিলা হ্যান্ডবল দল নেপালের কাঠমন্ডুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
এ উপলক্ষে আজ (১১ ডিসেম্বর, ২০১২ তারিখ) বিকেল ০৩:৩০ টায় বাংলাদেশ অলিম্পিক ভবনের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে টুর্ণামেন্ট সর্ম্পকে ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (কিউট)-এর পরিচালক কাজী রাজীব উদ্দিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ হ্যান্ডবল দলের ম্যানেজারদ্বয় যথাক্রমে পুরুষ ও মহিলা জনাব মোঃ সালাউদ্দিন আহমেদ ও জনাব জহিরুল ইসলাম, জাতীয় হ্যান্ডবল কোচ ও বাংলাদেশ হ্যান্ডবল দলের প্রধান কোচ জনাব মোঃ কামরুল ইসরাম কিরণ এবং বাংলাদেশ পুরুষ ও মহিলা দলের ক্যাপ্টেনদ্বয় যথাক্রমে জনাব মোঃ নাহারুল কাওসাইন ও মোছাঃ শিল্পী আক্তার উপস্থিত থেকে সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আপনার মতামত দিন