টি-২০ ট্রফি উন্মোচিত

২০১৪ টি-২০ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন হলো মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে। ট্রফি উন্মোচন ২০১৪ টি-২০ বিশ্বকাপের লোগোঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির সহ-সভাপতি মোস্তফা কামাল, আইসিসির মিডিয়ার ম্যানেজার কলিন গিবসন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন,  বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং প্রমীলা ক্রিকেট দলের অধিনায়ক সাথীরা জাকির। বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, এখন আমরা ধারাবাহিক ক্রিকেট খেলছি। আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দেশে হওয়ায় স্বাগতিক সুবিধা কাজে লাগিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো।” বাংলাদেশ প্রমীলা ক্রিকেটা দলের অধিনায়ক সাথিরা জাকির বলেন, আমরা অল্প কিছুদিন আগে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছি। সে তুলনায় আমরা ভালো ক্রিকেট খেলছি। আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি, আমাদের উন্নতি খুব দ্রুত হচ্ছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবির) প্রেসিডেন্ট নাজমুল হোসেন বলেন, ২০১১ সালে যেভাবে সফল ভাবে আয়োজন করেছি। ঠিক সেইভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবো। ” আইসিসির সহ-সভাপতি মোস্তাফা কামাল বিসিবি প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের মানুষ দেখেছে কত সুন্দর ভাবে আমরা গত বিশ্বকাপের সফল আয়োজক ছিলাম। ”

 লোগো উন্মোচন রবিবার

দশ বছর পর আয়োজিত বাংলাদেশ গেমসের লোগো ও মাসকট উন্মোচন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলনের তালিকায় রয়েছেন ৭ ক্রীড়াবিদ। তারা হলেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, সাবেক হকি খেলোয়াড় জুম্মন লুসাই, দাবাড়ু নিয়াজ মোরশেদ, সাবেক সাঁতারু উইং কমান্ডার (অব.) রফিকুল ইসলাম, সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমু, সাবেক টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু ও শূটার সাবরিনা সুলতানা।

আপনার মতামত দিন