টি-২০ ক্রিকেট বর্তমান ক্রিকেটের নতুন এক বিঙ্গাপন। যেখানে উত্তেজনায় ঠাসা প্রত্যেকটি মুহূর্ত। আইসিসির অন্তর্ভূক্ত প্রত্যেকটি দেশই এখন নিজের ক্যালেন্ডার ইয়ারে টি-২০ প্রিমিয়ার লীগ আয়োজন করে থাকে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, বাংলাদেশে বাংলাদেশ প্রিমিয়ার লীগ,ইন্ডিয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, শ্রীলংকায় শ্রীলংকান প্রিমিয়ার লীগ। বিদেশী খেলোয়াড় ও দেশী খেলোয়াড়দের অংশগ্রহণে এই টূর্ণামেন্টকে ইন্ডিয়া এক নতুন ব্যবসা সফল টূর্ণামেন্ট হিসেবে প্রতিষ্ঠা করে। আইপিএলের এখন ষষ্ঠ আসর চলছে। প্রথম আসরের প্রথম ম্যাচেই কলকাতা নাইট
রাইডার্সের হয়ে নিউজিল্যান্ডের ব্রেনডন ম্যাককালাম ৭৩ বলে ১৫৮ রানের ইনিংস খেলে জানিয়ে দিয়েছিলেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বেশ কিছু চমক নিয়ে আসবে। পাচ বছর ধরে ক্রিকেটের যে কোন ফরম্যাটে সেটা আন্তর্জাতিক হোক আর লীগের ম্যাচ হোক ম্যাককালামের ইনিংসটি ছিলো সর্বোচ্চ রানের ইনিংস। তবে রেকর্ডটা এবার নিজের করে নিয়েছেন ক্রিস্টোফার হেনরি ক্রিস গেইল। জামাইকান এই দানব মঙ্গলবার ভারতের ব্যাঙ্গালুরু মাঠে যা করলেন তা গেইল বাদে অন্য মানুষের জন্যে স্বপ্নে সমান। বোলারদের ক্যারিয়ার শেষ করে দেবার মতো ব্যাটিং করলেন। ব্যক্তিগত,দলীয় সহ আাও দুটি রেকর্ড ভেঙ্গেছেন গেইল। মঙ্গলবার গেইলের ব্যাটিং তান্ডবে যা করলেন তা তুলে ধরা হলো খেলার জগতের পাঠকের জন্যে তুলে ধরা হলো :
ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড
ম্যককালামের ১৫৮ রানের আগের ইনিংসটি এখন অতীত। গেইলের ১৭৫ রানের ইনিংসটি নতুন রেকর্ড।
ব্যক্তিগত দ্রুততম শতক
৩০ বলে শতক হাকান গেইল। আগের টি২০ ক্রিকেটের দ্রুততম শতকটি ছিল অস্ট্রেলিয়ার এন্ড্রু সাইমন্ডসের। মিডলসেক্সের বিপক্ষে ৩৪ বলে করেন শতক।
দলীয় রেকর্ড রান
কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করে শ্রীলংকা। আর গতকাল রয়েল চ্যালেনন্জার বেঙ্গলোরের সংগ্রহ ২৬৩ রান।
সর্বোচ্চ ছয়ের রেকর্ড
গ্রাহাম নেপিয়ারের এক ম্যাচে ১৬টি ছয় হাকানোর রেকর্ডটিও অতীত। গেইল এই টর্ণোডো ইনিংস খেলতে হাকান ১৭টি। বাংলার জিয়াউর রহমান গেল বছর ১৫টি ছয় মেরেছিলেন।
আইপিএলের রেকর্ড
গেইলের আগে আইপিএলে দ্রুততম শতকটি হাকান ইউসুফ পাঠান। ৩৭ বলে মুম্বাই ইন্ডিয়াসনের বিপক্ষে দ্বিতীয় আসরে করে শতকটি। আর গতকালের রেকর্ডটি করে নেন ক্রিস গেইল।
আইপিএলে সবচেয়ে বেশী ছয়
আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশী ছয় গেইলের। চোখ কপালে উঠে যাবে। ১৫০টি ছয়। যা যেকোন ক্রিকেটের সেরা। এখন পর্যন্ত প্রিমিয়ার লীগের কোন টূর্ণামেন্টেও গেইলের এটি রেকর্ড।
সর্বোচ্চ ওপেনিং জুটি
গতকাল ক্রিস গেইল ও তিলাকরতেœ দিলশান মিলে করেছেন ১৬৭ রানের জুটি। এটিও আইপিএলের সেরা রেকর্ড।




