টানা চারবার সেরা বাংলাদেশ আনসার

অষ্টম বাংলাদেশ গেমসের পর্দা নামলো। বর্ণিল সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হলো গেমসের অষ্টম এই আসর। গেমসের চেয়ারম্যান আবুল মাল আব্দুল মুহিত রবিবার সমপনী বক্তব্য দিয়ে ইতি টানেন গেমসের।  ১০৯৫ পদকের জন্যে লড়েছিল সার্ভিসেস, জেলা, বিভাগীয় জেলা ও ক্লাব মিলিয়ে  ১১৭টি দল। সর্বোমোট ৩৩২ টি স্বর্ণ, ৩৩৪টি রৌপ্য এবং ৪২৯ টি ব্রোঞ্জ পদকের নিষ্পত্তি হয়েছে ইভেন্টে।

১১১টি স্বর্ণ নিয়ে অষ্টম আসরের সেরা হয়েছে বাংলাদেশ আনসার। এর আগের তিনটি আসরেও আনসার ছিল সেরা। ৯২,৯৬ এবং ২০০০ সালে সেরা হবার কৃতিত্ব অর্জন করেন।

দ্বিতীয় অবস্থানে ৬৭টি স্বর্ন জিতে সেনাবাহিনী, রৌপ্য জিতেছে ৩৯টি আর ৩৭টি ব্রোঞ্জ।  তৃতীয় অবস্থানে ৩৬ স্বর্ন জিতে বিজেএমসি। ২৮টি স্বর্ন, ২১টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ জিতে ৪র্থ হয়েছে নৌবাহিনী। আর বিকেএসপি ৫ম স্থান পেতে ২৫টি স্বর্ন,  ৩২টি রৌপ্য ও ৩৪টি ব্রোঞ্জ অর্জন করে।

আপনার মতামত দিন