আকসুর রিপোর্টের অপেক্ষায় বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলে স্পট ফিক্সিংয়ে আইসিসি দূর্নীতি দমন কমিশন বিভাগ (আকসু)র প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। গত ৪ জুন বিসিবি সভাপতি জানিয়েছেন বিসিবি সপ্তাহ খানেকের মধ্যেই রিপোর্ট পেয়ে যাবে। এক সপ্তাহ শেষ হলেও রিপোর্ট পাওয়া হয়নি বিসিবির। তবে আকসুর কর্মকর্তাদের ঢাকায় পা রাখায় আশার আলো দেখছেন বিসিবি কর্মকর্তারা । মঙ্গলবার মিরপুরে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন,‘আমরা নিশ্চিত করে বলতে পারছি না আকসু কবে আমাদের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে।’ আকসুর ঢাকায় আগমনের বিষয়ে নিজামউদ্দিন সুজন বলেন, ‘রোববার সন্ধ্যায় আবারও ঢাকায় এসেছে আকসু। তারা বলেছে, ঢাকাতেও তাদের কিছু কাজ বাকি রয়েছে। তাতে মনে হয়, চূড়ান্ত রিপোর্ট পেতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।283px-Bangladesh_Cricket_Cap_Insignia.svg’ চূড়ান্ত প্রতিবেদন কবে পাওয়া যাবে এমন প্রশ্নের উত্তরে নিজামউদ্দিন সুজন বলেন,‘ আসলে এ বিষয়ে বলা কঠিন। কারণ আমি বললাম এক সপ্তাহ। কিন্তু তারা যদি তার আগেই কাজ শেষ করে অথবা তারা আরও পরে জমা দেন। তাই  এ নিয়ে কিছুই বলতে চাইছি না।’

আপনার মতামত দিন