ক্রিকেটারদের দলবদল, কাগজে-কলমে শক্তিশালী শেখ জামাল

‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতিতে লটারির মাধ্যমে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের দলবদল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর রূপসী বাংলাদেশ প্রিমিয়ার লীগ লোগোবাংলা হোটেলে লিগের দলবদল অনুষ্ঠিত হয়।লটারীর মাধ্যমে কাগজে-কলমে শক্তিশালী দল পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জাতীয় দলের অধিনায়ক সহ মুশফিকুর রহিম সহ রয়েছে আব্দুর রাজ্জাক, জহিরুল ইসলাম অমি ও ইলিয়াস সানী।এছাড়া গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া তামিম-সাকিবকে না পেলেও উদীয়মান তারকা নাসির হোসনকে পেয়েছে।  নাসির হোসেনের সাথে ভিক্টোরিয়ায়  রয়েছেন এনামুল হক বিজয়, রবিউল ইসলাম শিপলু।এবারের প্রিমিয়ার লিগে ম্যাচে ৩ জন বিদেশী খেলোয়াড়কে খেলাতে পারবে ক্লাবগুলো। তবে ১০ জন খেলোয়াড় রেজিষ্ট্রেশন করানো যাবে।যেসকল খেলোয়াড়রা লটারীর মাধ্যমে ক্লাবে  যুক্ত হয়েছেন তারা হলেন,
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, ইলিয়াস সানী, জুনায়েদ সিদ্দীকি, শুভাষিশ রায়, তানভির হায়দার, শফিউল ইসলাম ও তুষার ইমরান।
ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব: নাসির হোসেন, এনামুল হক বিজয়, সৈৗম্য সরকার, মাইশিকুর রহমান, মনির হোসেন, রবিউল ইসলাম, জুবায়ের আহম্মেদ, মো. শরিফ ও শাকের আহম্মেদ।
ব্রাদার্স ইউনিয়ন: তামিম ইকবাল, শুভাগত হোম, সানজামুল ইসলাম, অলোক কাপালি, মেহরাব হোসেন জুনিয়ার, নাফিস ইকবাল, জসিম উদ্দিন, ইমতিয়াজ হোসাইন ও তারেক আজিজ খান।
কলাবাগান ক্রীড়া চক্র: সাকিব আল হাসান, নাঈম ইসলাম, মোহাম্মদ মিথুন, নাজমুল ইসলাম অপু, নাদিব চৌধুরী, নাসির উদ্দিন ফয়সাল, শুভাষ দত্ত, তাসামুল হক ও সৈয়দ রাসেল।
ঢাকা আবাহনী: লিটন কুমার দাস, আলাউদ্দিন বাবু, তাপস ঘোস, নাবিল সামাদ, শাহরিয়ার নাফিস, আল আমিন, মোসাদ্দেক হোসেন ও মো. আল আমিন।
ঢাকা মোহামেডান: মাশরাফি বিন মর্তুজা, শামসুর রহমান, সাকলাইন সজিব, ধীমান ঘোষ, মাক্তার আলী, মুরাদ খান, ভুপিন্দর ঘোষ ও রাজিন সালেহ।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়ার, সৈকত আলী, মমিনুল ইসলাম, তাইবুর রহমান, সাজেদ দত্ত, রেজাউল করিম রাজিব ও ডলার মাহমুদ।
কলাবাগান ক্রিকেট একাডেমি: মার্শাল আইয়ুব, মিথুন, নাজমুল ইসলাম অপু, শফিউল্লাহ, মিজানুর রহমান, জাকারিয়া, অভিষেক ও আব্দুল মজিদ।
গাজী ট্যাংক: মাহমুদ উল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আরাফাত সানী, নাঈমুল ইসলাম জুনিয়ার, নুর হোসেন মুন্না, রকিবুল হাসান, হামিদুল ইসলাম হামিদ ও রুবেল হোসেন।
প্রাইম ব্যাংক ধলেশ্বর: সাব্বির রহমান, মমিনুল হক, ফরহাম হোসেন, তাজুল ইসলাম, রনি তালুকদার, সোহাগ গাজী, রবিউল ইসলাম রবি ও আরমান হোসেন।
খেলাঘর কল্যাণ সমিতি: ফয়সাল, শুভাগত হোম, আরাফত সালাউদ্দিন, আরিফুল হক, ফজলে রাব্বি, নিঝুম উদ্দিন রিপন, মনোয়ার হোসেন ও রাহী।
ক্রিকেট কোচিং স্কুল: নাজমুল হোসেন মিলন, নুরুল হাসান, আসিফ আহম্মেদ, বিশ্বনার্থ হাওলাদার, অমিতাব কুমার নয়ন, অমিত মজুমদার, কামরুল ইসলাম ও উত্তম সরকার।

আপনার মতামত দিন