ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন

H_SP_04সাফ চ্যাম্পিয়নশিপের বাজে পারফরমেন্সের কারণে ফিফা র‌্যাঙ্কিংয়ে নিচে নেমেছে বাংলাদেশ। তিনটি ম্যাচের দুটিতে হার, একটিতে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। শুক্রবার  নতুন র‌্যাঙ্কিংয়ে দেখা গেছে বাংলাদেশের অবস্থান ১৬৬-তে। অবনমন হয়েছে আট ধাপ। সাফের নতুন রাজা আফগানিন্তান সাত ধাপ এগিয়ে ১৩২তম স্থান নিয়ে এ অঞ্চলে সবার ওপরে। সবচেয়ে বড় অবনমন ভারতের। ১০ ধাপ পিছিয়ে ১৫৫-তে অবস্থান হয়েছে। মালদ্বীপ ১৫২ ও নেপাল ১৬৩-তে আছে। আর যথারীতি স্পেন সবার শীর্ষে।  এরপর  র‌্যাঙ্কিংয়ে রয়েছে আর্জেন্টিনা, জার্মানি, ইতালি, কলম্বিয়া, বেলজিয়াম, উরুগুয়ে, ব্রাজিল, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া।

আপনার মতামত দিন