গলফার সিদ্দিক ও তাঁর গলফ

ইন্ডিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকু রহমান। রোববার ফাইনাল রাউন্ডসহ টুর্নামেন্টে ১৪ শট কম খেলে শীর্ষস্থাsiddikur rন দখল করেন তিনি। তবে শিরোপা জয়টা এতোটা সহজ ছিলো না।  মোহাম্মদ সিদ্দিকুর রহমান এক দিকে৷ অন্য দিকে ভারতের প্রসাদ চৌরাসিয়া, অনির্বাণ লাহিড়ি৷ ভারতীয় গল্ফের তাজ দখলে অদ্ভূতভাবে লড়াইয়ে জড়িয়ে গেলেন বাংলাদেশের একজন, পশ্চিমবঙ্গের একজন৷ নয়া দিল্লিতে, রাজধানীর গল্ফ কোর্সে৷ আজ তার নিষ্পত্তি৷ দেশের অন্যতম সেরা গল্ফ টুর্নামেন্ট ইন্ডিয়ান ওপেনে এই মুহূর্তে সবার আগে সিদ্দিকুর৷  প্রথমে বাংলাদেশে ফুটবল ও দাবা ছাড়া অন্য খেলার অস্তিত্ব ছিল না৷ তার পরে এখন ক্রিকেট জনপ্রিয়তায় হারিয়ে দিয়েছে সবাইকে৷ অন্য খেলার অস্তিত্ব শোনাই যায় না৷ সেই আবহে গল্ফার সিদ্দিকুরের এ ভাবে উঠে আসা রীতিমতো চমকপ্রদ ঘটনা৷ কে এই সিদ্দিকুর? তাকে বলা হচ্ছে বাংলাদেশের ‘টাইগার উডস’৷ ২৮ বছরের সিদ্দিকুর অপেশাদার হিসেবে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কায় ১২টি খেতাব জিতেছিলেন৷ পেশাদার হন ২০০৫ সালে৷ তিন বছর বাদে পুনেতে পিজিটিআই খেতাব জেতেন, তার পরে হরিয়ানা ও বেঙ্গালুরুতে৷ ২০১০ সালে ব্রুনেই ওপেন জেতেন৷  ইতোমধ্যে বাংলাদেশের কৃতি গলফার সিদ্দিকুর রহমানকে দুই লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আহাদ আলী সরকার। এক বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী এ বিজয়ে সিদ্দিকুরকে অভিনন্দন জানান এবং আগামী বিশ্বকাপ গলফেও তিনি ভালো ফলাফল অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

আপনার মতামত দিন