শুরু হল আগা খান গোল্ডকাপ গল্ফ প্রতিযোগিতা

তিনদিনব্যাপী ৪২তম আগা খান গোল্ডকাপ গলফ্ প্রতিযোগিতা ২০১৪ শুরু হয়েছে। গতকাল নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব কুtitle_imagesর্মিটোলা গলফ্ ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ টুর্নামেন্টে দেশি-বিদেশি মোট ৫৬৭ জন পেশাদার ও অপেশাদার গলফার অংশগ্রহণ করেছেন। এরমধ্যে ৫৪৪ জন পুরুষ এবং ২৩ জন নারী গলফার রয়েছেন। এছাড়া ভিয়েতনাম, চীন, মায়ানমারসহ ১১টি দেশের রাষ্ট্রদূত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুর্মিটোলা গলফ্ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিষ্টিক এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান খান, ক্লাব ক্যাপ্টেন বিগ্রেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.) ও আগা খাঁন কাউন্সিলের প্রেসিডেন্ট জনাব সোলায়মান আজানী প্রমুখ। আজ সন্ধ্যায় কুর্মিটোলা গলফ্ ক্লাব সুইমিং কমপ্লেক্সে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আপনার মতামত দিন