বাংলাদেশের ভারত পরীক্ষা আগামীকাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যাত্রাটা যেভাবে শুরু করেছিল সেই রেশটা এখন নেই। প্রথম রাউন্ডে পর পর দুই ম্যাচে বাংলাদেশ তান্ডবে বিধ্বস্ত আফগানিস্তান ও নেপাল। পরের দুটি ম্যাচের ফলাফল বাংলাদেশের প্রতিকূলে। দূর্বল হংকংয়ের বিপক্ষে হেরে কষ্টটা আরও বাড়িয়ে দিয়েছে। আশাbdয় বুক বেঁধেছিল অন্তত্য টাইগাররা সুপার টেনে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাবে। কিন্তু সেই আশাতেও গুড়োবালি। উল্টো টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের হারতে হয়েছে ৭৩ রানের বিশাল ব্যবধানে। পরাজয়ের গ্লানির নিয়ে সুপার টেনের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে নিজেদেরকে সেমিফাইনালের পথে এগিয়ে রেখেছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে এবং দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারায় ধোনী বাহিনী। বিশ্বকাপ শুরু আগে এশিয়া কাপে যেই ভারত,  শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে হারের স্বাদ নেয় সেই দল ধোনীকে পেয়ে পুরোপুরি পাল্টে গেছে। বোলিং ও ব্যাটিং দুটি বিভাগেই ধোনীবাহিনী স্বরূপে। অন্যদিকে বাংলাদেশ টানা দুই হারের খপ্পড়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে আছে। এক সাকিব ছাড়া দলে কেউ পারফরমেন্স করতে পারছে না। আগামীকালের ম্যাচকে সামনে রেখে দুই দলই আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে। দুই দল এর আগে মাত্র ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। জয় এসেছিল ভারতের পক্ষেই। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় আসরে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। আগে ব্যাটিং করে ভারত বাংলাদেশের সামনে ১৮১ রানে বিশাল সংগ্রহ এনে দেয়। জবাবে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি তুলতে পারেনি। ঘরের মাঠে বাংলাদেশের খেলা। চিরচেনা উইকেটের পাশাপাশি স্বাগতিক দর্শক। সব কিছুই বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ কি করতে পারে সেটা নিয়ে কারও কোন প্রশ্ন নেই। তবে জয়ের ধারায় না থাকা বাংলাদেশের জন্যে জয়টাই এখন কঠিন চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষেও সেই পরীক্ষার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

আপনার মতামত দিন