বাংলাদেশের পরবর্তী ওয়ানডে এক বছর পর!

মাশরাফির

বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া সফর হওয়ার কথা ছিল এ বছরের শেষের দিকে। কিন্তু নিরাপত্তা জনিত কারন দেখিয়ে অস্ট্রেলিয়া সফরটি বাতিল করে। তাই সূচিতে জানুয়ারীতে থাকলেও এগিয়ে আসে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সিরিজ এর খেলা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতার পর বাংলাদেশের পরবর্তী ওয়ানডে এক বছর পর! জিম্বাবুয়ের এই সিরিজের পর ফেব্রুয়ারী হতে মার্চ পর্যন্ত হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি। তারপরই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৬ সালের অগাস্টে বাংলাদেশ ক্রিকেট দল শুধু একটি টেস্ট সিরিজ খেলতে ভারত যাবে। এরপর অক্টোবর নভেম্বরে আয়োজিত হবে ইংল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ। এই নভেম্বর থেকে গণনা শুরু করলে প্রায় এক বছর পর বাংলাদেশ দল ওয়ানডে ম্যাচ খেলবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ কে মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়ত আরো কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করবে। এছাড়া নভেম্বর ২০১৫ হতে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ অনেকটাই পূর্ব প্রস্তুতি হিসেবে কাজ করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ক্রিকেটের এই সূচি রাজনৈতিক বা অন্য কারনে পরিবর্তন হতে পারে।

 

আপনার মতামত দিন