বিয়ের পিঁড়িতে আশরাফুল।

বিয়ের পিঁড়িতে আশরাফুল।

বিয়ের পিঁড়িতে আশরাফুল।

এক সময়ের বাংলাদেশের জাতীয় দলের অন্যতম ব্যাটসম্যান এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দর্শক মনে এখনো জনপ্রিয়।
বর্তমানে এই তারকা ক্রিকেটার সম্পর্কে সাম্প্রতিক আলোচিত তথ্য হল অন্যান্য সতীর্থদের তুলনায় একটু দেরীতে হলেও বিয়ে করতে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় ক্রিকেটার আশরাফুল।
ঢাকার কিছু পত্রিকা আশরাফুলের বিয়ে সম্পর্কে বিভ্রান্ত তথ্য দেয়। এ কারনে যুক্তরাস্ট্রের নিউ জার্সিতে অপেশাদার ক্রিকেট লীগ খেলা শেষে সেখানকার প্রবাসীদের আতিথিয়তা গ্রহণ করেন। সেখানে স্থানীয় একটা পত্রিকায় সাক্ষাৎকার দেয়ার সময় আশরাফুল নিজেই তার বিয়ের তারিখ ঘোষনা করেন। আগামী ১১ ডিসেম্বর জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। গত জুলাইয়ের মাঝমাঝি সময়ে আংটি বদলের কাজটা শেষ করেন। ১২ ডিসেম্বর বৌ ভাত অনুষ্ঠিত হবে। আশরাফুলের ভাষায়-“একটু দেরীতে বিয়ে করার ফলে আমার জন্য ভালো হবেই বলে মনে হচ্ছে। কারন আগেই বিয়ে করে ফেললে বাচ্চা-কাচ্চা নিয়ে সংসারী হয়ে যেতাম। তখন ক্রিকেটে খেরার এনার্জি থাকতো না সেভাবে।“ আশরাফুলের হবু স্ত্রীর নাম আনিকা তাসলিমা অর্চি। দু ভাই বোনের মধ্যে অর্চি বড়। বিবিএ পড়ূয়া অর্চির গ্রামের বাড়ি কিশোরগঞ্জে ভৈরবে।তবে বর্তমানে এলিফেন্ট রোডে বসবাস করছেন পরিবারের সাথে।

বিয়ের পিঁড়িতে আশরাফুল
উল্লেখ্য যে ২০১৩ সালের বাংলাদেশের ক্রিকেট তারকা আশরাফুলের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ, পরবর্তীতে দুর্নীতি দমন বিভাগ তদন্ত করার পর অভিযোগ প্রমানিত হলে পাঁচ বছরের জন্য নিষেধাক্কা দেয়া হয় এবং সেই সাথে আদালতের শুনানী শেষে শাস্তির মেয়াদ তিন বছর করা হয়। যা শেষ হবে ২০১৬ সালের ১৬ আগস্ট। এখনো বাংলাদেশের অনেক দর্শক প্রত্যাশা করেন আশরাফুল আবার ফিরে আসবেন বীর দর্পে। তাই টিভি মিডিয়া,পত্রিকা যেখানেই আশরাফুলের উপস্থিতি দেখা যায় সেখানেই মোহাম্মদ আশরাফুলও মাঠে ফেরার প্রত্যয় জানান।

আপনার মতামত দিন