বিপিএলে আজ মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম বরিশাল বুলস। দর্শকদের মতে বিপিএলের দুটি শক্তিশালী দল মুখোমুখি হবে আজ। গতকালের সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানান আজকের খেলায় যতটা সম্ভব ইতিবাচক থাকবেন তারা। এর আগে এবার বিপিএলে বরিশাল বুলস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছিল দুবার। তবে সেই অভিজ্ঞতা খুব বেশি খুব বেশি সুখকর ছিল না বরিশাল বুলসের জন্য। বিপিএলের প্রথম ম্যাচে নব্বুই রানের টার্গেট দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। সে ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আট উইকেটের বিশাল জয় পায়। পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আবার বরিশাল বুলসের মুখোমুখি হয়। এবং সাত উইকেটের বিশাল ব্যাবধানে পরাজিত হয়। যদিও বিপিএলের প্রতিটা ম্যাচে বরিশাল বুলস তাদের পরিপক্কতা বৃদ্ধি করে। সেরা চারে অবস্থান করে বরিশাল বুলস ঢাকা ডাইনামাইটসকে হারায়। এ ম্যাচের ফলে বিপিএলের শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে পড়ে ঢাকা ডিনামাইটস। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে কে হবে প্রতিপক্ষ এ নিয়ে দর্শকদের অনেকেরই মনে ছিল সংশয়। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্স কে হারিয়ে ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ হিসেবে নিজেদের যোগ্যতম অবস্থানে দাঁড় করায় বরিশাল। তাই বলা যায় কুমিল্লা ভিক্টরিয়ান্সের প্রথম দু ম্যাচের চেয়ে একটু কঠিন ভাবেই আবির্ভাব ঘটবে বরিশাল বুলসের। এ অবস্থায় বরিশালের আত্মবিশ্বাসের মাত্রা তুলনামূলক ভাবে শক্ত অবস্থানে থাকার কথা। এ প্রসঙ্গে বরিশালের টপ অর্ডার ব্যাটস্যান শাহরিয়ার নাফিস বলেনঃ”আমরা লীগ পর্ব ও কোয়ালিফায়ারে ভালো খেলে ফাইনালে এসেছি।সেই খেলাই আমরা ধরে রাখতে চাই। আমরা ফাইনাল ভেবে নয় নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। তাহলে আশা করি ভালো কিছু হবে।” এই বিপিএলে কে জিতবে আজ? এই প্রশ্নের জবাবে প্রতিপক্ষের দুজন শক্তিশালী ব্যাটসম্যানের কথা বলা যায়। তাদের খেলার ধরন হয়ত দুই দলের মধ্যে বড় ধরনের পার্থক্য গড়ে দিলেও দিতে পারে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়ার, এবারের বিপিএলের দৃষ্টি আকর্ষণ করা বোলার আবু হায়দার তার বোলিংয়ের মাধ্যমে বিপিএলে একুশটি উইকেট নিয়ে সবার উপরে অবস্থান করছেন। এছাড়া তার আগে ঢাকা প্রিমিয়ার লীগেও ভিক্টোরিয়ার হয়ে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া বরিশাল বুলসের গত দু ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা সাব্বিরের নতুন চমক দেখতেও উদগ্রীব দর্শকরা। আর কয়েক ঘন্টা পরেই বিপিএলের শিরোপা লড়াইয়ের ম্যাচ। দেখা যাক মাশরাফির দল তৃতীয়বারের মত শিরোপা অর্জন করতে পারে কিনা। অথবা নতুন ইতিহাস গড়ে শিরোপা বরিশালের ভাগ্যে অর্জন হয় কিনা।

আপনার মতামত দিন