আজ হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে
আজ হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে, এমন সমীকরণ মেনেনিয়েই সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ। দু’দলের লক্ষ্যই এলিমিনেটর ম্যাচের বাধা টপকে কোয়ালিফায়ার-২ নিশ্চিত করতে হবে। কিন্তু শেষ হাসি হাসতে হবে একজন কে। কে হাসবেন এই সেশ হাঁসি? সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সে নাকি মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ? সেটিই এখন দেখার অপেক্ষা!
বুধবার (২৫ মে) আইপিএলের এলিমিনেটর ম্যাচে কলকাতার বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। জয়ী দল ফাইনাল নির্ধারণী ম্যাচে (২৭ মে) সুরেশ রায়নার গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে চার উইকেটে হারিয়ে ফাইনালে পা রাখেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বাঁচা-মরার ম্যাচে কলকাতার জন্য বড় সুসংবাদ বয়ে আনলো ইনজুরি কাটিয়ে অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সেরে ওঠা। পায়ের ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ তারকা। সব ঠিক থাকলে গুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচে তিনি কেকেআরের একাদশে থাকবেন বলে আশা করা যাচ্ছে। আজ হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে
এবারের আসরে সানরাইজার্সের বিপক্ষে এখনো অপরাজিত শাহরুখ খানের কেকেআর। গ্রুপ স্টেজ পর্যায়ের দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা। তার মধ্যে নিজেদের মধ্যকার সবশেষ ম্যাচটিতে মুস্তাফিজদের ২২ রানে হারিয়ে শীর্ষ চারে থেকে প্লে-অফ নিশ্চিত করে সাকিব-গম্ভীর-ইউসুফ পাঠানরা। আজ হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে
সানরাইজার্স একাদশে কেন উইলিয়ামসনের জায়গায় ইয়ন মরগান ফিরতে পারেন। এখন পর্যন্ত দু’জনের পারফরম্যান্সই দলের জন্য হতাশাজনক! আবার একই ব্যাটিং লাইনআপ অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বোলিং লাইনআপে পরিবর্তন আসার আভাস পাওয়া গেছে। লেগ স্পিনার করন শর্মার পরিবর্তে পেস অলরাউন্ডার আশিস রেড্ডি অথাব স্পিনার বিপুল শর্মাকে দলে নেওয়া হতে পারে।
অন্যদিকে, কলকাতা একাদশে স্বদেশী জ্যাসন হোল্ডারে জায়গায় রাসেল ও কলিন মুনরোর পরিবর্তে মরনে মরকেল ফিরতে পারেন। পিয়ুস চাওলাকে ছাপিয়ে এ ম্যাচেও বাঁহাতি স্পিনার কুলদিপ যাদবের দলে থাকার সম্ভাবনা জোরালো। আজ হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে আজ হারলেই টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে



