২০১৫ ক্রিকেট বিশ্বকাপ।

 

 

আর মাত্র কিছুদিন পরেয় ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসরের শুরু হতে যাচ্ছে । ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারীতে নিউজিল্যান্ডে বসছে ক্রিকেট বিশ্বকাপের এয় জমকাল আশর। আর শেষ হবে ১৯ মার্চ ২০১৫ তে। তবে এবার তাসমান সাগর পারের দুই প্রতিবেশি দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের এয় জমকাল আশর।

২০১৫ বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৪ দলের খেলার সময়সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪টি দলকে ২ ভাগে ভাগ করেছে (আইসিসি) ।

গ্রুপ ‘এ’ তে রয়েছে

  • ইংল্যান্ড,
  • অস্ট্রেলিয়া,
  • শ্রীলঙ্কা,
  • নিউজিল্যান্ড,
  • বাংলাদেশ,
  • আফগানিস্তান ও
  • স্কটল্যান্ড।

 

গ্রুপ ‘বি’ তে রয়েছে

  • ভারত,
  • পাকিস্তান,
  • দক্ষিণ আফ্রিকা,
  • ওয়েস্ট ইন্ডিজ,
  • জিম্বাবুয়ে,
  • আয়ারল্যান্ড এবং
  • সংযুক্ত আরব আমিরাত।

২০১৫ ক্রিকেট বিশ্বকাপ।২০১৫ ক্রিকেট বিশ্বকাপ।

দুই প্রতিবেশি দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ১৪ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ৪৯ টি ম্যাচ। এরমধ্যে গ্রুপ পর্বে ৪২ টি, ৪ টি কোয়ার্টার ফাইনাল, ২ টি সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ রয়েছে।

নিউজিল্যান্ডের ভেন্যুগুলো হচ্ছে-

  1. অকল্যান্ড,
  2. ওয়েলিংটন,
  3. ক্রাইস্টচার্চ,
  4. হ্যামিলটন,
  5. নেপিয়ার,
  6. নেলসন ও
  7. ডুনেডিন।

আর অস্ট্রেলিয়ার ভেন্যুগুলো হচ্ছে-

  1. অ্যাডিলেড,
  2. ব্রিসবেন,
  3. মেলবোর্ন,
  4. ক্যানাবেরা,
  5. হোবার্ট,
  6. পার্থ ও
  7. সিডনি।

আসুন দেখেনি ২০১৫ বিশ্বকাপের সময় সুচি।

cricket-world-cup-scedule-fixure-2015-free-download

আপনার মতামত দিন