এক সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন সৌম্য সরকার

টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এত দিন ছিল তামিম ইকবালের। তবে এখন রেকর্ডে ভাগ বসিয়েছে তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকার।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের হ্যামিল্টনে অনুষ্ঠিত প্রথম টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ই্নিংসে মাত্র ৯৪(রেকর্ড) বলে সেঞ্চুরি করেন সৌম্য সরকার। এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সমান ৯৪ বলে সেঞ্চুরি করেছিল দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

আগের দিনের ৩৯ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন তরুণ ব্যাটসম্যান সৌম্য সরকার। ট্রেন্ট বোল্টের শিকার হয়ে ফেরার আগে ২১টি চার ও পাঁচ ছক্কায় ১৭১ বলে ১৪৯ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি।

সৌম্য সরকার বাংলাদেশিদের মধ্যে টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেও অখ্যাত রয়েছে ব্রেন্ডন ম্যাককালামের টেস্টে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি। ২০১৬ সালে মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। সর্বমোট ৭৯ বলে ১৪৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সৌম্যের রেকর্ড গড়ার দিনে সেঞ্চুরির দেখা পেয়েছে মাহমুদউল্লাহ। এটি তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ২২৯ বলে ১৪৬ রান করেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আপনার মতামত দিন