মেসির পারফরম্যান্সে আমি বিস্মিত নই বুসকেতস

বার্সেলোনার হয়ে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে অনেকেই মনে করে তিনি ভিন গ্রহের। সর্বশেষ ইনজুরি থেকে ফিরে বার্সেলোনা হয়ে এস্পানিওলের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। তবে মেসির এমন পারফরম্যান্সে একটুও বিস্মিত হননা মেসির বার্সেলোনা সতীর্থ স্প্যানিশ মিডফিল্ডার সের্হিও বুসকেতস।

সের্হিও বুসকেতসের মতে, “বাইরে থেকে দেখলে মেসির পারফরম্যান্স হয়তো অবাক করার মতো। কিন্তু তার এমন পারফরম্যান্স আমাদের অবাক করে না। কারণ অনুশীলনে সে যা করে, সেটা ম্যাচে করা আরও কঠিন। কিন্তু আমরা এমনটা দেখে অভ্যস্ত।”

লা লিগায় এস্পানিওলের বিপক্ষে জয় নিয়ে বুসকেতস বলেন, “তারা ছিল রক্ষণাত্মক। আর আমাদের খেলার জন্য খুব বেশি জায়গা দেয়নি। আমাদের ধৈর্য ধরতেই হয়েছিল। আর প্রতি আক্রমণে তারা যেন আমাদের চমকে না দিতে পারে তা নিয়ে সতর্ক থাকতেই হচ্ছিল। দ্বিতীয়ার্ধের আগ পর্যন্ত তারা প্রতিরোধ গড়ল। কিন্তু যখনই আমরা প্রথম গোলটা পেলাম, তখন থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল।”

আপনার মতামত দিন