একের পর এক হারের কারণ জানালেন অধিনায়ক কোহলি

চলছে আইপিএলের ১২তম আসর। চলমান আসরটা একদমই ভালো যাচ্ছেনা তারকাখচিত দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের। এবারের আইপিএলে এখন পযন্তু ৬ ম্যাচ খেলে সব কয়টি ম্যাচেই হারের মুখ দেখেছে বিরাট কোহলির বেঙ্গালুরু। টানা ছয় ম্যাচ হারের জন্য অনেকেই দোষারোপ করছে অধিনায়ক বিরাট কোহলিকে। তবে এইসব কথা মানতে নারাজ অধিনায়ক বিরাট তার মতে সময়টা ভালো যাচ্ছে না বলেই ম্যাচের ফল অনুকূলে আসছে না।

গতকাল দিল্লী ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হারের পর বিরাট কোহলি সাংবাদিকদের বলেন, ‘দিনটা আমাদের পক্ষে ছিল না। এই মৌসুমে এটাই আরসিবির মূল সমস্যা। আমরা ছেলেদেরকে দায়িত্ব নিয়ে খেলতে বলেছি। কিন্তু বাস্তবতা এটাই যে আমরা পরিকল্পনাগুলো ঠিকমতো কাজে লাগাতে পারছি না।’

পর পর হারের কারণে দলের বাকি খেলোয়াড়েরা যেন মানসিক ভাবে ভেঙে না পরে তার জন্য বিরাট কোহলি বলেন, ‘আমাদের চাপ নেয়া যাবে না। সামনে যেই চ্যালেঞ্জই আসুক না কেন সেটাই মোকাবেলা করতে হবে। আমাদেরকে দল হিসেবে খেলাটা উপভোগ করতে হববে, নাহলে আমরা ভালো ক্রিকেট খেলতে সমর্থ হবো না।’

আপনার মতামত দিন