এফএ কাপের ফাইনাল আজ

আগামী ১৯ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে চেলসি। তার আগেই অন্য একটি শিরোপা ঘরে তোলার সুযোগ পাচ্ছে রবার্তো ডি মাত্তেওর দল। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে চেলসির প্রতিপক্ষ লিভারপুল। গত ছয় মৌসুমের মধ্যে চতুর্থবারের মতো এফএ কাপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ চেলসির সামনে। ২০০৭, ২০০৯ ও ২০১০ সালে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রতিযোগিতাটির এফএ কাপের ফাইনাল আজশিরোপা জিতেছিল তারা। তবে সব মিলিয়ে লিভারপুল তাদের চেয়ে কিছুটা এগিয়ে আছে। এর আগে ৭ বার এফএ কাপের শিরোপা জিতেছিল লিভারপুল। বিপরীতে চেলসির শিরোপা ৬টি।
এ মৌসুমে এর আগের দুটো মুখোমুখি লড়াইয়েই জয় পেয়েছে লিভারপুল। লিগ কাপের পঞ্চম রাউন্ডে ২-০ গোলে ও প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ২-১ গোলে হার মেনেছে চেলসি।
শনিবার ডি মাত্তেওর চেলসি সফল হলে টানা তৃতীয়বারের মতো কোনো ইতালীয় কোচের হাতে এফএ কাপের শিরোপা উঠবে। ২০১০ সালে কার্লো আনচেলোত্তি (চেলসি) ও গত বছর রবার্তো মানচিনির (ম্যানচেস্টার সিটি) দল চ্যাম্পিয়ন হয়েছিল।
এবার এরই মধ্যে লিগ কাপের শিরোপা জিতে নিয়েছে লিভারপুল।

আপনার মতামত দিন