সাতারে দুই স্বর্ণ জিতলেন রোমানা আক্তার, পুরুষদের স্বর্ণ জুয়েল আহম্মেদ। বাংলাদেশ গেমসের সাতারে মহিলা ইভেন্টে ২০০ মিটার বাটার ফ্লাই ও ৪০০ মিটার ব্যক্তিগত ইভেন্টে রেকর্ড টাইমিং গড়ে স্বর্ণ জিতেছেন বিকেএসপির রোমানা আক্তার। ২০০ মিটার বাটারফ্লাইয়ে ০২ মিনিট ৪৪ সেকেন্ডে স্বর্ণ জিতে নেয় রোমানা। পূর্বের রেকর্ডটি ছিল ০২মিনিট ৪৬ সেকেন্ড। এই ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা ০২ মিনিট ৪৫ সেকেন্ডে রৌপ্য এবং বাংলাদেশ আনসারের লাকী আক্তার জুই ০২মিনিট ৫৬ সেকেন্ডে ব্রোঞ্জ জিতে নেন।
২০০ মিটারের পর ৪০০ মিটার ব্যাক্তিগত ইভেন্টে রোমানা আক্তার ৫ মিনিট ৫৫ সেকেন্ডে স্বর্ণ জয় লাভ করে। এটিও রোমানার নতুন টাইমিং। পূর্বের রেকর্ডটি ছিল ৫ মিনিট ৫৬ সেকেন্ড। এই ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা ৫ মিনিট ৫৬ সেকেন্ড্যে এবং বাংলাদেশ আনসারের লাকী আক্তার জুই ৬ মিনিট ২০ সেকেন্ডে ব্রোঞ্জ জিতে নেন।পুরুষদের ২০০ মিটার ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ ২ মিনিট ১৪ সেকেন্ডে স্বর্ণ, নৌবাহিনীর অনিক ইসলাম ২ মিনিট ১৬ সেকেন্ডে রৌপ্য এবং সেনাবাহিনীর সুজন আলী ২ মিনিট ১৮ সেকেন্ডে ব্রোঞ্জ জিতে নেন। মহিলাদের পর পুরুষদের ব্যাক্তিগত ৪০০ মিটার ব্যাক্তিগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ ৪ মিনিট ৫৫ সেকেন্ডে স্বর্ণ জিতে নেন। নৌবাহিনীর পলাশ চৌধুরী ৫ মিনিট ৭ সেকেন্ডে রৌপ্য এবং নৌবাহিনীর মনিরুল ইসলাম ৫ মিনিট ৭ সেকেন্ডে ব্রোঞ্জ জিতে নেন।