কাবাডিতে আনসার, বিজেএমসি রাজশাহী ও গাজীপুরের জয়
বাংলাদেশ গেমস কাবাডিতে জিতেছে বাংলাদেশ আনসার, বিজেএমসি, রাজশাহী ও গাজীপুর। সোমবার কাবাডি স্টেডিয়ামে আনসার ৩৬-৯ পয়েন্টে বাগেরহাটকে, বিজেএমসি ৮০-২২ পয়েন্টে জামালপুরকে, রাজশাহী ৩৪-২৭ পয়েন্টে রংপুরকে এবং গাজীপুর ৩০-১৪ পয়েন্টে সাতক্ষীরাকে হারায়।
স্কোয়াশ
বাংলাদেশ গেমস স্কোয়াশের খেলাগুলো গুলশান ক্লাব ও উত্তরা ক্লাবে অনুষ্ঠিত হয়। খেলায় বসুন্ধরা গ্রুপ ৩-০ সেটে বুয়েটকে, চিটাগাং ক্লাব ২-১ সেটে উত্তরা ক্লাবকে, গুলশান ক্লাব ৩-০ সেটে ঢাকা আর্মি ক্লাবকে, অ্যামেরিকান ক্লাব ৩-০ সেটে বাংলাদেশ বিমান বাহিনীকে এবং ক্যাডেট কলেজ ক্লাব ৩-০ সেটে কসমস গ্রুপকে পরাজিত করে।
শুটিং
এয়ার পিস্তলে স্বর্ণ জিতলেন সানজিদা ১০ মিটার এয়ার পিস্তলে মহিলা বিভাগের স্বর্ণ পদক জিতেছে সানজিদা আক্তার। আর্মি শুটিং এসোসিয়েশনের এই শ্যুটার ২০২.৯ স্কোর করেন। এই ইভেন্টের রৌপ্য জিতেছেন কুষ্টিয়া রাইফেলস ক্লাবের আরদিনা ফেরদৌস এবং ঢাকা রাইফেলস ক্লাবের মিতি দেওয়ান ব্রোঞ্জ পদক পান। পুরুষ ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে গুলশান শুটিং ক্লাবের গোলাম শফিউদ্দিন খান স্বর্ণ পদক পান। ইভেন্টে আব্দুল্লাহ হেল রৌপ্য এবং ব্রোঞ্জ পদক পান তাজুল ইসলাম।