প্রথম দিন পাঁচ কিউয়ি বধ

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শেষ ওভারে অধিনায়ক ব্রেনডন ম্যাককালাম ও এর আগের ওভারে শতকধারী উইলিয়ামসের উইকেট নিয়ে দিন শেষ করেছে স্বাগতিক ©AFPবাংলাদেশ। অধিনায়ক ব্রেনডান ম্যাককালামকে ২১ রানে বর্ষীয়ান আব্দুর রাজ্জাক এবং শেন উইলিয়ামসকে ১০৮ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান সাকিব আল হাসান। প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৮০ রান। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১১৪ রান করেন শেন উইলিয়ামস। এছাড়া ফুলটন ৭৩ ও রাদারফোর্ড ৩৪ রান করেন।  বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক এবং একটি করে উইকেট নিয়েছেন নাসির, সোহাগ গাজী এবং সাকিব আল হাসান। দেশের ৬৯তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো মিডল অর্ডার ব্যাটসনম্যান মার্শাল আইয়ুবের।  সকালে টসে হেরে ফিল্ডিং করতে নেমে দিনের মধ্যাহ্ন বিরতী পর্যন্ত বাংলাদেশের সাফল্য রাদারফোর্ডের উইকেট। দলীয় ৫৭ রানে রাদারফোর্ডকে হারায় অতিথিরা। ব্যাক্তিগত ৩৪ রানে রাদাফোর্ড ডান হাতি স্পিনার সোহাগ গাজীকে লং অফে খেলতে গিয়ে রাজ্জাকের হাতে তালুবন্ধি হন। দ্বিতীয় উইকেট জুটিতে ফুলটন ও উইলিয়ামস ১২৬ রান যোগ করেন। মধ্যাহ্ন বিরতীর পর দলীয় ১৮৩ রানে নাসির ফেরত পাঠান ৭৩ রান করা ওপেনার ফুলটনকে। ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠা ফুলটনের ক্যাচটি শর্ট কভারে তালুবন্দি করেন মমিনুল হক। এরপর নতুন বল নেয়ার আগের ওভারে রাজ্জাকের বলে টেইলরের ব্যাটের কানায় লাগলে কভারে সহজ ক্যাচটি ধরেন দ্বাদশ খেলোয়াড় নাঈম ইসলাম। ২৮ রান করে সাজঘরে ফেরেন টেইলর| আজ বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন।

ছবির সূত্রঃ espncricinfo.com ©AFP

আপনার মতামত দিন