চট্টগ্রামে স্বরূপে বাংলাদেশ

bdচট্টগ্রামের মাটিতে নিজেদের চিরচেনা রূপে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে দাড়াতেই দিলনা বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৯ হারিয়ে আত্মবিশ্বাস বেড়ে যায় টাইগারদের। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ। এ জয়ে বিশ্বকাপের মূল পর্ব বা দ্বিতীয় রাউন্ডের পথে আরেকধাপ এগিয়ে গেল স্বাগতিকেরা। ১২৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দ্রুত ৬৩ রান তুলে নেন তামিম ইকবাল ও আনামুল হক বিজয়। এরপর ব্যক্তিগত ৩০ রানে সাজঘরে ফিরেন ঘরের ছেলে তামিম ইকবাল। ২২ বলে ২ চার ও ১ ছয় হাকান বাহাতি এই ওপেনার। অন্যপ্রান্তে ধরে খেলা আনামুল ফিরেন দলীয় ৭৯ রানে। সাব্বির রহমানের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন তিনি। ৩৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪২ রান আসে আনামুলের ব্যাট থেকে। এরপর জয়ের বাকি কাজটুকু সাড়েন সাব্বির রহমান ও সাকিব আল হাসান। ১৬ তম ওভারের তৃতীয় বলে লক্ষ্যে পৌছে যায় টাইগাররা। সাকিব ১৮ বলে ৩৭ ও সাব্বির রহমান ২০ বলে ২১ রানে অপরাজিত থাকেন। এর আগে টসে জিতে মুশফিকুর রহিম নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে নেপাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে। বল হাতে নিয়ে নেপাল শিবিরে প্রথম আঘাত করেন ফরহাদ রেজা। চতুর্থ ওভারের শেষ বলে সাজঘরে ফিরেন সুবাস কাকুরে (৮) ।এরপর আল-আমিন হোসেন সপ্তম ওভারে ডাবল ব্রেক থ্রু এনে দেন। সাজঘরে ফিরেন সাগর পান (১২) ও গ্রায়ান্ডা মাল্লা (১৩)। ৩৯ রানে ৩ উইকেট হারানো নেপাল চতুর্থ উইকেটে ঘুরে দাড়ায়। পরশ খাডকা ও সর্ডার ভেসাকার ৭৫ বলে ৮৫ রানের জুটি গড়েন। মাশরাফির করা ১৯তম ওভারের শেষ বলে ৪১ রান করে সাজঘরে ফিরেন পরশ খাডকা। অপরপ্রান্তে থাকা সর্ডার ভেসাকার ইনিংসের শেষ পযন্ত খেলে ৪০ রানে রান আউটের শিকার হন। আল-আমিন হোসেন ১৭ রানে ২ উইকেট এবং মাশরাফি ও ফরহাদ রেজা ১টি করে উইকেট নেন।

 

আপনার মতামত দিন