একজন পেসারের ক্যারিয়ার কিছুটা নির্ভর করে ইনজুরির উপর। এই কথাটি বললে কি ভুল হবে? আর যাই হোক কথাটি পুরোপুরি সত্য বলা যাই পাকিস্তানি পেসার জুনায়েদ খানকে নিয়ে। চোটাঘাত জীবনটাকে যেন দুর্বিষহ করে দিয়েছে জুনায়েদ খানকে। কিছু দিন আগেও ছিল পাকিস্তান দলের স্ট্রাইক বোলার। আর এখন জাতীয় দলে সুযোগ পাওয়াটাই ভাগ্যের ব্যাপার।
জুনায়েদ খান পাকিস্তান জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে ২০১৪ সালে, সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে, সর্বশেষ ওয়ানডে খেলেছে ২০১৮ সালে। বর্তমানে তিনি জাতীয় দলে সুযোগ পাচ্ছেন কালেভদ্রে।
তবে জুনায়েদ খানকে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখাচ্ছে তার সাম্প্রতিক পারফরম্যান্স। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এই দুটি লিগে রেখেছে নিজের প্রতিভার চাপ।
পিএসএলের পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে ফিরতে চান জুনায়েদ খান। তিনি বলেন, ‘আমি জাতীয় দলে জায়গা ফিরে পেতে কঠোর পরিশ্রম করছি। আমার দুর্ভাগ্য যে ইনজুরির কারণে বসে থাকতে হয়েছে। জাতীয় দলে জায়গার জন্য কঠিন প্রতিযোগিতা। তবে আমি নিশ্চিত নির্বাচকরা শুধু আমাকে নয় অন্যদেরও দেখছেন।’
শুধু পাকিস্তান জাতীয় দলে ফেরা নয় স্বপ্ন দেখছেন পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলার। এই ব্যাপারে জুনায়েদ খান বলেন, ‘আরব আমিরাতে আর ইংল্যান্ডে আমার রেকর্ড খুব ভালো। যদি জাতীয় দলে সুযোগ দেয়া হয়, আমি পাকিস্তানের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে নিজের মূল্য বোঝাতে এবং দলের প্রয়োজন মেটাতে চেষ্টা করব।’



