আর্জেন্টাইন ফরোয়ার্ড গনসালো হিগুয়াইনকে ধরে রাখতে চান চেলসি কোচ মাওরিসিও সাররি। শুধু ধরে রাখতেই নয় ইতালিয়ান কোচের বিশ্বাস, সাবেক ইউভেন্তুস ফরোয়ার্ড থাকলে আগামী মৌসুমে খুব ভালো করবে তার দল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার ওয়াটফোর্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়লাভ করে চেলসি। এই ম্যাচে চেলসির হয়ে শেষ গোলটি করে হিগুয়াইন।
এই মৌসুমে শুরুতে ইউভেন্তুস থেকে ধারে চেলসিতে যোগ দেয় গনসালো হিগুয়াইন। যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র পাঁচ বার জালের দেখা পেয়েছে অভিজ্ঞ এই ফরোয়ার্ড। তবে এত তাড়াতাড়ি হিগুয়াইনের উপর আস্থা হারাচ্ছেন না চেলসি কোচ মাওরিসিও সাররির। বরং আগামী মৌসুমের জন্য ধরে রাখতে চান তাকে। এই নিয়ে সাররি বলেন, “সে যদি থাকে তাহলে আগামী মৌসুমে আমরা খুব ভালো করতে পারব।”
হিগুয়াইন প্রসঙ্গে সাররি আরো বলেন, “ইংল্যান্ডের তুলনামূলক বেশি শারীরিক ফুটবলে মানিয়ে নিতে কিছুটা কষ্ট হচ্ছে হিগুয়াইনের। তবে ক্লাব তাকে স্থায়ীভাবে দলে নিলে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড চেলসিতে সফল হবে। এবং গনসালো হিগুয়াইনের ভবিষ্যৎ নিয়ে আমি জানি না। আপনার ক্লাবকে জিজ্ঞাসা করতে হবে। তবে একজন স্ট্রাইকারের এখানে খেলা সহজ নয় যখন আপনি স্পেন ও ইতালিতে খেলে অভ্যস্ত।”