আয়ারল্যান্ডে সাড়ে ১৭ ঘণ্টা রোজা কী করবেন ক্রিকেটাররা?

পুরো পৃথিবীতেই শুরু হয়ে গিয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ পবিত্র রমজান মাস। রমজান মাসের এই মুহূর্তে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করছেন আয়ারল্যান্ডে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচ গুলো আয়ারল্যান্ডের সময় অনুযায়ী দিনে অনুষ্ঠিত হবে। তাহলে রমজান মাসের রোজা থেকে কি ভাবে খেলবেন সাকিব, মুশফিকরা?

সারা দিন রোজা রেখে শারীরিক শক্তির ক্রিকেট খেলা খেলোয়াড়দের জন্য বেশ কঠিন। আবার রোজার জন্য মাঠে না নেমেও উপায় নেই কারণ দেশের প্রতিনিধিত্ব করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ক্রিকেটাররা। তবে খেলার দিন কিছু ক্রিকেটার রোজা না রাখলেও অন্যান্য দিনে দলের মুসলিম ক্রিকেটাররা রোজা রাখবেন এবং রোজা রেখেই চলবে কঠোর অনুশীলন এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এই ব্যাপারে মাশরাফি জানান, ‘যেহেতু আমরা মুসলিম, রোজা খুব গুরুত্বপূর্ণ। সবাই-ই রোজা থাকবে। খেলার দিন হয়ত কেউ কেউ থাকতে পারবে না।’ ইউরোপে রোজা থাকা কতটা কষ্টকর সেটি উল্লেখ করে মাশরাফি বলেন, ‘১৭-১৮ ঘণ্টা রোজা রেখে খেলা খুব কঠিন। অন্যান্য দিনে সবাই রোজা রাখবে ইনশাআল্লাহ্‌।’

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে মাশরাফি কথা বলেন আয়ারল্যান্ডের আবহাওয়ার সঙ্গে বাংলাদেশ দলের মানিয়ে নেওয়া নিয়ে। তিনি বলেন, ‘এখানে যারা থাকে তারাও ঠাণ্ডার সাথে লড়াই করে। আমার মনে হয় না এই ঠাণ্ডা আমাদের সাথে এডজাস্ট হবে। মানিয়ে নেওয়ার সুযোগ নেই। তবে মানসিকভাবে শক্ত হতে হবে। খেলতে নেমে ভালো করতে না পারলে ঠাণ্ডার কথা শেষ অজুহাত ছাড়া আর কিছুই হবে না। মানিয়ে নিয়েই খেলতে হবে।’

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের প্রথম খেলা ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওয়েস্ট ইন্ডিজ দলের সাম্প্রতিক ফর্ম বেশ চিন্তার বিষয় বাংলাদেশ দলের জন্য। উইন্ডিজের ক্রিকেটারদের সম্পর্কে মাশরাফির ভাষ্য, ‘ওদের কিছু খেলোয়াড় আছে… শাই হোপ, বাংলাদেশেই আমাদের ওর বিপক্ষে সংগ্রাম করতে হয়েছে। ডোয়াইন ব্রাভো আছে, আরও ভালো ভালো খেলোয়াড় আছে। ওদের পেস আক্রমণও ভালো। কাল ওরা খুব ভালো একটা ম্যাচ খেলেছে। আমরা প্র্যাকটিস ম্যাচ হেরেছি। কাল খেলার সময় আমাদের কাজ ঠিকমত সবকিছু করা।’

আপনার মতামত দিন