স্মিথকে দুয়োধ্বনি দেবে না পাকিস্তানের সমর্থকরা : সরফরাজ

বল টেম্পারিং করার অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল অস্ট্রেলিয়ার তারকা প্লেয়ার স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। নিষেধাজ্ঞা শেষে দুই জনই ফিরেছে অস্ট্রেলিয়ার জার্সিতে। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও স্বস্তির নিঃশাস নিতে পারছে না দুইজনের একজনও। কারণ তারা যেখানেই যাচ্ছে সেখানেই শুনতে হচ্ছে সমর্থকদের দুয়োধ্বনি।

এই যেমন অস্ট্রেলিয়ার গত ম্যাচে ভারতের বিপক্ষে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় স্মিথ এবং ওয়ার্নারকে ‘প্রতারক, প্রতারক’ বলে দুয়োধ্বনি দিয়েছিলো ভারতের সমর্থকেরা। সমর্থকদের এমন আচরণে অতিষ্ট হয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলি দর্শকদের উদ্দেশ্যে স্মিথের প্রতি দুয়োর বদলে তালি দেয়ার আহ্বান জানান। পরে ম্যাচ শেষে ভারতের সমর্থকদের এমন আচরণের জন্য স্মিথের কাছে সমর্থকদের হয়ে ক্ষমাও চান বিরাট কোহলি।

আজ বুধবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্মিথ এবং ওয়ার্নারের অস্ট্রেলিয়া। এই ম্যাচে আবারো দুয়োধ্বনি শুনতে হতে পারে স্মিথ দেড়। তবে পাকিস্তানের সমর্থকেরা এমন করবে না বলে আশ্বাস দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেন, ‘আমি মনে করি না, পাকিস্তানি সমর্থকরা স্মিথের প্রতি দুয়ো দেবে। পাকিস্তানি মানুষেরা ক্রিকেটকে ভালোবাসে। তারা সমর্থন দিতে ভালবাসে এবং খেলোয়াড়দেরও ভালবাসে।’

বিশ্বকাপের আগে শেষ হওয়া অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের মধ্যকার ৫ ম্যাচের ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। যার কারণে আজকের ম্যাচে কিছুটা চাপে থাকবে সরফরাজের দল। তবে এমনটা মানতে নারাজ সরফরাজ আহমেদ। এই ব্যাপারে সরফরাজ বলেন, ‘আমি মনে করি, হোয়াইটওয়াশ হওয়াটা এখন অতীত। আমরা সেটা নিয়ে আর ভাবছি না। আমরা শুধু আজকের ম্যাচ নিয়েই ভাবছি। সুতরাং আমাদের মনোবল খুবই উঁচু এবং আমরা আমাদের সেরাটা দিয়েই চেষ্টা করব।’

আপনার মতামত দিন