অনেক দিন পর বাংলাদেশ এ দলের কোনো খেলা মাঠে গড়াচ্ছে। আগামী মাসের ৫(জুলাই) তারিখ থেকে আফগানিস্তান এ দলের বিপক্ষে ব্যাট-বলের লড়াই শুরু হবে বাংলাদেশ এ দলের। এই সিরিজে থাকছে ২টি চারদিনের ম্যাচ ও ৫টি একদিনের ম্যাচ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত দলে জায়গা পেয়েছেন অনেক দিন জাতীয় দলের বাইরে থাকা ইমরুল কায়েস এবং এনামুল হক বিজয়।
একনজরে দেখে নেওয়া যাক ১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ স্কোয়াড: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, কামরুল ইসলাম রাব্বি, রকিবুল হাসান, তানবীর হায়দার চৌধুরী, সানজামুল ইসলাম, জাকের আলী অনিক, সালাউদ্দিন শাকিল, নাঈম শেখ, ইরফান হোসেন, সুমন খান, তানভিরুল ইসলাম।