ইতিহাস গড়া হলো না দক্ষিণ আফ্রিকার

indiaটেস্ট ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দলের লড়াই উপভোগ করলো ক্রিকেট বিশ্ব। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে অবিশ্বাস্য ড্র করলো। তবে এই ড্র যে ভারতের নৈতিক পরাজয় তা বলার অপেক্ষা রাখে না। ৪৫৮ রান তাড়া করে পঞ্চম দিন শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৪৫০ রান। ৮ রানের আক্ষেপে থাকতে হয় গোটা দক্ষিণ আফ্রিকাদের। দক্ষিণ আফ্রিকা টেস্ট জিতে গেলেই নতুন এক বিশ্ব রেকর্ডের জন্ম হত। চতুর্থ ইনিংসে চার শতাধিক রান তাড়া করে জেতার কীর্তিই আছে চারটি। সর্বোচ্চ ৪১৮ রান করে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৪১৪ করে দক্ষিণ আফ্রিকার জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু ভারতের বেঁধে দেয়া ৪৫৮ রানও এক সময়ে  অসম্ভব মনে হচ্ছে হয়নি দক্ষিণ আফিকার। ওভার প্রতি দশ রান তুলে নিয়েও আট রানে পিছিয়ে থাকে তারা। পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে শতক হাঁকান ফাও দুপ্লিসি ও এ বি ডিভেলিয়ার্স। দুপ্লিসি ৩৯৫ মিনিট ও ডিভেলিয়ার্স ২৩৯ মিনিট ক্রিজে থেকে ভারতের জয়রথ থামিয়ে রাখেন। ম্যাচ সেরা নির্বাচিত হন ভিরাট কোহলী। কোহলী প্রথম ইনিংসে ১১৯ ও দ্বিতীয় ইনিংসে ৯৬ রান করেন।

আপনার মতামত দিন