বিপিএল উদ্বোধন করবেন প্রেসিডেন্ট

১০ই ফেব্রুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। আর তার আগেই ৯ই ফেব্রুয়ারি অপেক্ষা করছে বিপিএলের জমকালো উদ্বোধন অনুষ্ঠান। আর সেই দিন বিপিএলের প্রথম আসরের  উদ্বোধন  ঘোষণা করবেন  প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বিসিবি সভাপতি আহম মোস্তফা কামাল ও একাধিক মন্ত্রী-এমপি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানকে রঙিন আয়োজনে সাজাচ্ছেন বিপিএল গভর্নিং কাউন্সিল। ভারতীয় তারকা শিল্পী আর বাংলাদেশের তারকা শিল্পীদের আগমনে আরও রঙিন হয়ে উঠবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। বিপাশা বসু, মালাইকা অরোরা ও ঋতুপর্ণা সেনের নাচের তালে তালে উত্তাল হয়ে ওঠবে গ্যালারি। সেই সঙ্গে দর্শকদের পাগল করবে শান ও বাপ্পী লাহিড়ীর সুরের মূর্ছনায়ও। দেশীয় তারকাদের মধ্যে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নিপা ও শিবলী। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান এবং অপু বিশ্বাসও মাতাবেন মঞ্চ। আইয়ুব বাচ্চু, মিলা ও মাইলস। সঙ্গেঁ থাকবেন প্রায় তিন ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে সবশেষ আকর্ষণ, আতশবাজির বর্ণিল আলো।

আপনার মতামত দিন