টালমাটাল আফগান ক্রিকেট, বোর্ডের উপর নাখোশ নবী-রশিদ

আর অল্পকিছু দিন পরেই ইংল্যান্ডে বসবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এবং জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে সব দল যখন ব্যাস্ত নিজেদের গুছিয়ে নিতে ঠিক তখনি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের উপর নাখোশ নবী-রশিদ সহ দলের বাকি সব ক্রিকেটার। কারণ আসঘর আফগানকে সরিয়ে তিন ফরমেটে নতুন তিন অধিনায়ক বেছে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে দলের এমন সিদ্ধান্তে বোর্ডের উপর খেপেছেন আফগানিস্তান ক্রিকেটকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেওয়া রশিদ খান আর মোহাম্মদ নবী।

নতুন এই সিদ্ধান্তে নিজের মতামত জানাতে গিয়ে টুইটে ক্ষোভ প্রকাশ করেছে মোহাম্মদ নবী। তিনি বলেন, ‘দলের একজন সিনিয়র সদস্য হিসেবে এবং আফগানিস্তান ক্রিকেটের উত্থান দেখেছি বলেই আমি মনে করি না বিশ্বকাপের আগে অধিনায়ক বদলের সঠিক সময়। আসঘরের অধীনে দল খুবই ভালো করছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সে আমাদের দলকে নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য ব্যক্তিই ছিল।’

মোহাম্মদ নবীর মতো রশিদ খানও নাখোশ বোর্ডের উপর। এই বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচক কমিটির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি এমন দায়িত্বজ্ঞানহীন এবং পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের তীব্রভাবে প্রতিবাদ করছি। আমাদের সামনে বিশ্বকাপ। আসঘর আফগান অবশ্যই আমাদের অধিনায়ক থাকা দরকার ছিল। তার নেতৃত্বে দল অনেক সাফল্য পেয়েছে। বিশ্বকাপের মতো এত বড় ইভেন্টের মাত্র কয়েক মাস আগে এমন নেতৃত্ব বদল অনিশ্চয়তা তৈরি করবে এবং দলের আত্মবিশ্বাসে শক্ত আঘাত হানবে।’

আপনার মতামত দিন