‘বাংলাদেশের বিশ্বকাপ দলে তেমন পরিবর্তন আসবে না’

ইংল্যান্ড বিশ্বকাপের জন্য আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি দলের স্কোয়াড ঘোষণা করতে হবে ২৩ মের মধ্যে। এই লক্ষে কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে বাংলাদেশ দলের পূর্ণাজ্ঞ স্কোয়াড। কেমন হতে পারে বাংলাদেশ দলের স্কোয়াড এই নিয়ে চারিদিকে চলছে নানান রকম জল্পনা কল্পনা। বাংলাদেশের বিশ্বকাপ দলে আসতে পারে নতুন কোনো চমক এই কোথাও শোনা যাচ্ছিল। তবে এই ধরণের কথা উড়িয়ে দিয়েছে খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, ‘আমার ধারণা বিশ্বকাপের দল কেমন হবে সেটা সবাই জানে। দলে পরিবর্তন আসার সম্ভাবনা খুব কম।’

বাংলাদেশের বিশ্বকাপ দলে নতুন চমকের চেয়ে অভিজ্ঞদের ওপর আস্থা রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বিশ্বকাপ দলে ব্যাটসম্যানদের মধ্যে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এই চারজন থাকবেই। কারণ এই চারজন না থাকলে রান হবে না। নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে বাউন্স, স্পিন, পেসে তিনজন (তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ) তেমন রান করতে পারেননি। সাকিব খেলেননি। তারপরও ২৩০-২৪০ রান করেছে বাকিরা। এঁরা চারজন যখন রান করবে তখন কি অবস্থা হবে? আমার অবশ্যই তাদের ওপর আস্থা আছে। আস্থার প্রতিদান দেওয়ার মতো যোগ্যতা তাদেরও আছে।’

বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য পাওয়ার না পাওয়ার ব্যাপারে পাপন বলেন, ‘জয়-পরাজয় নিয়ে আমরা চিন্তা করি না। আমাদের দল ভালো লড়াই করবে এটাই চাই। বিশ্বকাপের জন্য আমাদের বর্তমান দল মোটামুটি ঠিক আছে। পরিবর্তন হওয়ার সম্ভাবনা তেমন নেই।’

আপনার মতামত দিন