বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা, নেই তাসকিন

আর কিছু দিন বাদেই ইংল্যান্ডে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় এবং জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ১৬ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে জমকালো এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি বিসিবির ঘোষিত দলের সবচেয়ে বড় চমক তাসকিন আহমেদের বাদ পড়া সেই সাথে আবু জায়েদ চৌধুরী রাহীর সুযোগ পাওয়া।

একনজরে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী।

আপনার মতামত দিন