তরুণদের নিয়ে গঠিত হলো এবারের এইচপি দল

এই মাসের ১৮ তারিখ থেকে শুরু হবে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ট্রেনিং ক্যাম্প। এইচপি টিমের ট্রেনিং ক্যাম্পে সুযোগ পেয়েছে ২৩ জন তরুণ ক্রিকেটার। সুযোগ পাওয়া ২৩ জনের মধ্যে রয়েছে জাতীয় দলের সাথে আয়ারল্যান্ড সফরে থাকা নাইম হাসান ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) যে সকল তরুণ খেলোয়াড়েরা ভালো পারফর্ম করেছে তারাই সুযোগ পেয়েছে এবারের এইচপি দলে।

এবারের এইচপি টিমে ডাকা হয়েছে একেবারেই তরুণ ক্রিকেটারদের। যার মধ্যে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র পাঁচজন ক্রিকেটারের। আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত ও নাইম হাসান আর আছেন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

এবারের এইচপি স্কোয়াড: সাইফ হাসান, নাঈম শেখ, ফারদীন হোসেন, সাব্বির হোসেন, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মিনহাজুল আবেদীন আফ্রিদি, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাঈম হাসান, রবিউল হক, মানিক খান, শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মাহমুদ, ইফরান হোসেন ও শফিকুল ইসলাম।

আপনার মতামত দিন