আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া ৪৬তম কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলানির ঘোষিত দলে জায়গা হয়নি ইন্টার মিলানের তারকা স্ট্রাইকার মাউরো ইকার্দির। তবে ইকার্দি সুযোগ না পেলেও ২৩ সদস্যর চূড়ান্ত স্কোয়াডে ঠিকই জায়গা করে নিয়েছে পাওলো দিবালা এবং সার্জিও আগুয়েরো। এর মধ্যে দিয়ে বিশ্বকাপের পর প্রথমবার জাতীয় দলে ডাক পেলো ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।
দল ঘোষণা করার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলানির বলেন, ‘আমরা বিশ্বাস করছি এই মুহূর্তের সেরা খেলোয়াড়দের নিয়ে আমরা দল গড়েছি, জাতীয় দলের জন্য যা গুরুত্বপূর্ণ। প্রাথমিক দল থেকে যারা বাদ পড়েছে তাদের জন্য আমার কষ্ট লাগছে। তবে আমি শুধুমাত্র ২৩ জনকেই ডাকতে পারতাম।’
কোপা আমেরিকার দল নিয়ে তিনি আরো বলেন, ‘যখন আপনার হাতে নির্বাচন করার মতো অনেক খেলোয়াড় থাকবে তখন মনে সংশয় আসবেই। কিন্তু দলের জন্য যা ভালো হবে সেই সিদ্ধান্ত নিয়েছি আমি। আমরা জানি আমরা কী চাই, আর আমাদের রাস্তা কোনটা।’
আর্জেন্টিনার কোপা আমেরিকার ২৩ সদস্যের স্কোয়াড :
গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স), অগাস্টিন মারচেসিন (ক্লাব আমেরিকা)
ডিফেন্ডার : রেঞ্জো সারাভিয়া (রেসিং), নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), গেজম্যান পেজ্জেলা (ফিওরেন্টিনা), নিকোলাস টাগ্লিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুইনা (স্পোর্টিং লিসবন), রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), হুয়ান ফয়েথ (টটেনহ্যা) মিল্টন সাসকো (রিভার প্লেট)
মিডফিল্ডার : লিওনার্দো পারেদেস (পিএসজি), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এক্সেকুয়েল পালাসিও (রিভার প্লেট), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), রদ্রিগো ডি পল (উদিনেসে), অ্যানহেল ডি মারিয়া (পিএসজি)
ফরোয়ার্ড : পাওলো দিবালা (জুভেন্টাস), লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট)